প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৫ , ৫:৫০:৫৭ প্রিন্ট সংস্করণ
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে একটি তুলা কারখানা পুড়ে ছাই হয়েছে। রবিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বাগেরহাট-খুলনা মহাসড়কের খাজুরিয়া এলাকায় রফিক ইসলামের তুলার কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও স্থানীয়দের ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে।বিদ্যুতের শর্ট সার্কিটে এই অগ্নিকান্ডের ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে, ঘটনার ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে হয়েছে বলে ব্যবসায়ী রফিক ইসলাম দাবি করছেন।

















