প্রতিনিধি ১৪ মে ২০২০ , ৪:০২:৩৫ প্রিন্ট সংস্করণ
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের নতুন আরো একজনের করোনা শনাক্ত হয়েছে। সজল কুমার পাইক নামের নতুন আক্রান্ত এই করোনা রোগী ঢাকার একজন আইনজীবীর ব্যক্তিগত গাড়ি চালক। কয়েক দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুরে এলে করোনা উপসর্গ দেখা দেয়। এরপর তাকে কচুয়া উপজেলা হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে বুধবার রাতে আইইডিসিআর থেকে জানানো হয় সে করোনা পজেটিভ।
বৃহস্পতিবার সকালে কচুয়া উপজেলা প্রশাসন গোপালপুর গ্রামে আক্রান্তের বাড়ীসহ ৫টি বাড়ী লকডাউন করে লাল পতাকা টাঙ্গিয়ে দেয়। স্বাস্থ্য বিভাগ নতুন করোনা আক্রান্ত ওই ব্যক্তির সংস্পর্শে আসা ১০ জনের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠিয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ এতথ্য নিশ্চিত করেছেন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, নতুন করে করোনা আক্রান্ত রোগী গাড়ি চালক সজল পাইক (২৮) করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ২দিন ধরে কচুয়া উপজেলা হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি ছিলেন। তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে বুধবার রাতে আইইডিসিআর থেকে জানানো হয় সে করোনা পজেটিভ।
বৃহস্পতিবার সকালে কচুয়া উপজেলা প্রশাসন গোপালপুর গ্রামে আক্রান্তের বাড়ীসহ ৫টি বাড়ী লকডাউন করে লাল পতাকা টাঙ্গিয়ে দেয়। আক্রান্ত ওই ব্যক্তির সংস্পর্শে আসা ১০ জনের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
এ নিয়ে বাগেরহাট জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ জনে। এরমধ্যে একজন মারা গেছেন। ৩ জন্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চিতলমারী উপজেলার পোষাককর্মী দম্পতি বাড়ী ও কচুয়া হাসপাতালের করোনা ইউনিটে অপর দুই করোনা আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।