প্রতিনিধি ১৪ মে ২০২০ , ৪:৪৬:০৩ প্রিন্ট সংস্করণ
বাগেরহাট প্রতিনিধি : ঢাকায় গৃহপরিচালিকা হিসেবে কাজ করা এক নারী করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার ভোরে বাগেরহাটের কচুয়া উপজেলার উত্তর মাধপকাঠি গ্রামে মারা গেছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ নূরুন নাহার বেগম (৪৮) নামের ওই নারীর নমুনা সংগ্রহের পর করোনা স্বাস্থ্যবিধি মেনে দাফন করে বাড়ীটি লকডাউন করেছে। ওই বাড়ীর মুখে টানিয়ে দেয়া হয়েছে লাল পতাকা। জেলা স্বাস্থ্য বিভাগ এতথ্য নিশ্চিত করেছেন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, কচুয়া উপজেলার উত্তর মাধপকাঠি গ্রামের শেখ আমজাদ আলী দীর্ঘদিন ধরে ঢাকায় সিকিইরিটি গার্ড হিসেবে কাজ করতো। স্বপরিবারে তিনি ঢাকায় থাকতেন। আমজাদের স্ত্রী নূরুন নাহার বেগমও ঢাকায় বাসা বাড়ীতে গৃহপরিচালিকা হিসেবে কাজ করতো। এক সপ্তাহ আগে এই পরিবারটি গ্রামের বাড়ীতে ফিরে আসেন।
বৃহস্পতিবার ভোরে করোনার উপসর্গ নিয়ে নূরুন নাহার বেগম মারা যান। দ্রুত উপজেলা স্বাস্থ্য বিভাগ নূরুন নাহার বেগমের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। একই সাথে করোনা স্বাস্থ্যবিধি মেনে ওই নারীর দাফন শেষে বাড়ীটি লকডাউন করে লাল পতাকা টানিয়ে দেয়া হয়।