প্রতিনিধি ৬ মে ২০২০ , ৩:৪০:৩৫ প্রিন্ট সংস্করণ
সৈয়দ শওকত হোসেন, বাগেরহাট: বাগেরহাটে কর্মরত গণমাধ্যমকর্মীদের রমজানের ইফতার সামগ্রি ও করোনা সুরক্ষার জন্য মাস্ক, সেনিটাইজার ও হ্যান্ডগ্লাভস দিয়েছেন বাগেরহাট জেলা প্রশাসন। আজ সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ. প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মোজাফফর হোসেনের হাতে এ উপহার সামগ্রি তুলে দেন।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, সিভিল সার্জন ডা. কেএম হুমাযুন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ কামরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ–পরিচালক দেব প্রসাদ পাল,বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা ও বাগেরহাট ১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন এর একান্ত সচিব মো: ফিরোজুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সহ সাধারন সম্পাদক শেখ আজমল হোসেন সহ বাগেরহাটের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ সাংবাদিকদের বলেন, করোনা প্রতিরোধে বাগেরহাটের সংবাদকর্মীরা জেলা প্রশাসনকে সহযোগিতা করে আসছেন। করোনা ভাইরাস বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে গণমাধ্যমকর্মীদের যথেষ্ট ভূমিকা ছিল।