প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৪ , ৫:০৪:৩৮ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের বাগেরহাট জেলা শাখার উদ্যোগে এক বিশেষ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বিকালে বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ এর পুকুর পাড়ে এক মনোজ্ঞ সাহিত্য আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাঙচিলের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক অধ্যক্ষ খান আখতার হোসেন।
উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থায়ী সদস্য আমাতুল হাফিজ। সংগঠনের বাগেরহাট জেলা শাখার সভাপতি সৈয়দ শওকত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দা তৈফুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ সাহিত্য আড্ডায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাঙচিলের বাগেরহাট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মো. মোহিতুর রহমান, সহ-সভাপতি আরিফুল ইসলাম আকিন্জী, রেখা আলী, সদর উপজেলা কমিটির সভাপতি মোঃ ইকবাল হোসেন লাভলু, বাসাবাটি মাধ্যমিক বিদ্যালয়ের গাঙচিল কমিটির সভাপতি খুরশিদা রহমান জুই, সাধারণ সম্পাদক দেবাশীষ সরদার,জেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক হেনা চৌধুরী ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাজী সাইদুর রহমান সবুজ, নির্বাহী সদস্য ইমরান কবির রুমেল, শারমিন কাজল, সেলিনা আক্তার, শিশু সদস্য সিয়াম খান প্রমুখ।
সাহিত্য আড্ডা শেষে বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ ও পীর খানজাহান আলীর মাজার পরিদর্শন করেন গাঙচিল পরিবার।