দেশজুড়ে

বাগেরহাটে চারটি আসনে জামায়াতের প্রার্থী যারা

  প্রতিনিধি ১৬ জুন ২০২৫ , ৭:৫৫:৩৭ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে চারটি আসনে জামায়াতের প্রার্থী যারা

বাগেরহাট জেলায় চারটি আসন বাংলাদেশ জামাতে ইসলামীর চার প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও মোটামুটি ঠিক করা হয়েছে চারজন প্রার্থীর নাম আগামী জাতীয় নির্বাচনে এদেরকেই নমিনেশন দেয়া হবে বলে জানা গেছে।

এরা হলেন বাগেরহাটে ১ আসনের অধ্যক্ষ মশিউর রহমান, ২ আসনের মোঃ মনজরুল হক রাহাত, ৩ আসনে এডভোকেট এম এ ওয়াদুদ, ৪ আসনে অধ্যক্ষ আব্দুল আলীম বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে ২৯৬টি আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করেছে। ধাপে ধাপে এসব প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে। সম্ভাব্য প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা নিজ নিজ এলাকায় গণসংযোগ, সভা-সমাবেশ এবং ভোটারদের আস্থা অর্জনের জন্য নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।

সম্প্রতি জামায়াতের আমির ডা. শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, আসন সংখ্যা এখনো চূড়ান্ত করা হয়নি। এটি প্রাথমিক ঘোষণা। নির্বাচনের জন্য আমরা সবসময় প্রস্তুত। বিভিন্ন বিষয়ে সমঝোতার কারণে এখনই বিস্তারিত বলতে চাই না। আমাদের প্রার্থীরা যে কোনো সিদ্ধান্ত মেনে নেবেন, ইনশাআল্লাহ।

আরও খবর

Sponsered content