প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৩ , ৫:৫৭:৩১ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটে র্যাব পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় আন্ত জেলা চোর চক্রের ৯ সদস্যকে আটক করলো পিবিআই। আটককৃতদের কাছ থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা,দুটি ইজিবাইক ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার,দুটি মটর সাইকেল সহ চেতনানাশক ঔষধ উদ্ধার করে পিবিআই।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুর ২ টায় পিবিআই বাগেরহাট কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার মোঃ আব্দুর রহমান সাংবাদিকদের জানান এই চক্রটি পিরোজপুর নাজিরপুর থেকে ইজিবাইক ভাড়া করে বাগেরহাটের মোড়েলগঞ্জে একটি নির্জন জায়গায় পৌঁছালে চক্রের অন্য সদস্যরা কৌশলে তার কাছ থেকে ইজিবাইকটি নিয়ে গোপালগঞ্জে চলে যায় পরবর্তিতে বাদির এজাহারের ভিতিত্তে পটুয়াখালী, গাজিপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে আন্ত জেলা চোর চক্রের ৯ জন সক্রীয় আসামীকে আটক করে তাদের কাছ থেকে ছিনতাই কৃত ইজি বাইক নগদ টাকা সহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
আটককৃতরা দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকান্ডের সাথে লিপ্ত রয়েছে বলে স্বীকার করেছে।
আটককৃত আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।