দেশজুড়ে

বাগেরহাটে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

  বাগেরহাট প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৫ , ৭:২৪:৪৬ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

“আমি কন্যা শিশু-স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালি ও শিশু সমাবেশ ও আলোচনা সভার মধ্য দিয়ে বাগেরহাটে পালিত হলো জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ ইং।

জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি আয়োজনে বুধবার (৮ অক্টোবর) সকাল ১১ টায় জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে একটি র‍্যালি শুরু হয়ে সহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিশু একাডেমির হল রুমে শিশু সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বাগেরহাট জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সেখ আসাদুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশে  প্রধান অতিথি ছিলেন বাগেরহাট  লেডিস ক্লাবের সভাপতি ডা. ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার ও বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান।

বক্তারা বলেন, কন্যা শিশুর শিক্ষা, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে আরও সচেতন হতে হবে। সমাজের প্রতিটি স্তরে কন্যা শিশুদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারলে তারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আরও খবর

Sponsered content