প্রতিনিধি ২৬ জুন ২০২০ , ৬:৩৩:৫৮ প্রিন্ট সংস্করণ
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে নতুন ১১ জনসহ ১৭১জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে চিতলমারী উপজেলায় করোনার নমুনা সংগ্রহকারীসহ নতুন ৬ জন করোনায় আক্রান্ত।
এখানে একটি ক্লিনিকের স্টাফের মাধ্যমে তার স্ত্রী ও মেয়ে করোনা পজেটিভ হয়েছেন বলে চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মামুন জানান।
বাগেরহাটের সিভিল সার্জন ডা: কে এম হুমাউন কবির জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৩ জন ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে ৮ জন মোট ১১জনের পজেটিভ রিপোর্ট এসেছে। সব মিলিয়ে জেলায় মোট ১৭১ জন করোনায় আক্রান্ত হয়েছে।