প্রতিনিধি ২২ জুন ২০২০ , ৮:১৭:১১ প্রিন্ট সংস্করণ
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে গত ২৪ ঘন্টায় নতুন ৬ জন করোনা আক্রান্ত হয়েছে। এনিয়ে সোমবার দুপুর পযর্ন্ত জেলায় ১১২ জন করোনা সনাক্ত হয়েছে।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. মামুন হাসান জানান, উপজেলা সদরের শান্তি সেবা সদন ক্লিনিকের ৫ স্টাফের পর্যায়ক্রমে করোনা উপসর্গ দেখা দিলে গত ১৮ জুন তাদের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়। সোমবার সকালে রিপোর্ট আসে। এতে ৪ জন করোনা পজেটিভ হয়েছে।
এদের মধ্যে ৩ জনের বাড়ি চিতলমারী উপজেলার বিভিন্ন এলাকায় আর একজনের বাড়ি মোল্লাহাট উপজেলার ঝোটেশ^রী গ্রামে। রিপোর্ট পাওয়ার সাথে সাথে ওই ক্লিনিকটি উপজেলা নির্বাহি কর্মকর্তা মারুফৃল আলম সোমবার বেলা ১১ টার দিকে লকডাউন করেন। আর করোনা সংক্রমিতদের নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
বাগেরহাটের সিভিল সার্জন কেএম হুমাউন কবির সোমবার দুপুরে জানান, জেলায় গত ২৪ ঘন্টায় ৬ জন করোনা পজেটিভ হিসেবে রিপোর্ট এসেছে। এ নিয়ে জেলায় ১১২ জন সনাক্ত হলো।