দেশজুড়ে

বাগেরহাটে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৪ , ৭:৫৮:১২ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

৩০ অক্টোবর, বুধবার সকাল ১১ টায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড-বাগেরহাট জোনাল অফিসে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা বাগেরহাট এরিয়া অফিসের জোন প্রধান মোঃ শাহাবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, সভায়  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ লিটন হাওলাদার, এরিয়া ইনচার্জ, খুলনা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌধুরী কামাল আনোয়ার পরাগ (এভিপি)-প্রধান কার্যালয় ঢাকা।

প্রধান অতিথি উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্যে গ্রাহকদের কোম্পানীর বিভিন্ন সুযোগ সুবিধার ধারণা সহ কোম্পানীর কর্মীদের সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করার বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ ও বক্তব্য প্রদান করেন এবং ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান। 

বিশেষ অতিথি বীমা কর্মীদের বীমা পেশায় কাজ করার বিভিন্ন কলা কৌশল এবং বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণ ও উন্নয়ন সভায় আরো বক্তব্য রাখেন মোংলা জোনের জোন ইনচার্জ, মুকিতুল হক, মোরেলগঞ্জ জোনের জোন ইনচার্জ, মোঃ মহসিন,

বাগেরহাট জোনের এন পিডি আই ইনচার্জ, সেখ সাকির হোসেন সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। 

আরও খবর

Sponsered content