দেশজুড়ে

বাগেরহাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত

  প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ৪:১৫:৩৫ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত

বাগেরহাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে । সোমবার দুপুরে বাগেরহাট পৌর শহরের যদুনাথ কলেজিয়েট স্কুলের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ,দোয়া ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

যদুনাথ  কলেজিয়েট স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাসের সভাপতিত্বে  অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম,এ, সালাম। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস, এম ,ছায়েদুর রহমান, অতিরিক্ত শিক্ষা কর্মকর্তা মো. সাদিকুল ইসলাম, শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ঝিমি  মন্ডল,

জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, বিএনপি নেতা শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেক, খাদেম নিয়ামুন নাসির আলাপ ,অধ্যাপক বুলবুল কবির,জেলা কৃষক দলের আহবায়ক সৈয়দ আশরাফ উদ দৌলা  জুয়েল, জেলা জামাতের শুরা সদস্য মোঃ মনজুরুল হক রাহাত ,চিকিৎসক জ্ঞান রঞ্জন চক্রবর্তী প্রমুখ। আলোচনা শুভ শেষে

বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানতার মুক্তির দিশারী, মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর স্মরণে  দোয়ার আয়োজন করা হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সভায় উপস্থিত অতিথিবৃন্দ ‌। 

আরও খবর

Sponsered content