প্রতিনিধি ২৮ জুলাই ২০২০ , ৭:৫৬:৫৬ প্রিন্ট সংস্করণ
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠির জীবিকা নির্বাহে ৭৩৭ জনকে নগদ অর্থ সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর। বাগেরহাট পৌরসভাসহ দশ ইউনিয়নের এই পিছিয়ে পড়া নারী ও পুরুষদের আতœনির্ভরশীল করতে বেসরকারি উন্নয়ন সংস্থা এই উদ্যোগ নিয়েছে। বাগেরহাটে এই নগদ অর্থ সহায়তার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
আর্থিক সহায়তা পাওয়াদের মধ্যে রয়েছে ঝষি, ডোম, খ্রিষ্টান, যৌনকর্মী, হিজড়া, আদিবাসী, পরিচ্ছন্নতাকর্মী, স্বামী পরিত্যক্তা, তালাকপ্রাপ্ত ও বিধবা। বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের নির্বাহি পরিচালক স্বপন কুমার গুহ এই প্রতিবেদককে বলেন, আমরা বাগেরহাট পৌরসভা ও সদর উপজেলার দশ ইউনিয়নের সবচেয়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নানা শ্রেণি পেশার মানুষকে বাছাই করে ৭৩৭ জনের তালিকা তৈরি করে প্রত্যেককে নগদ পাঁচ হাজার করে টাকা দিয়েছি। বাগেরহাটে প্রান্তিক জনগোষ্ঠির তালিকা প্রনয়ণ কাজের সহায়ক সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উন্নয়নকর্মী রিজিয়া পারভীন এই প্রতিবেদককে বলেন, বাগেরহাট পৌরসভা ও সদর উপজেলার দশ ইউনিয়নে ঝষি, ডোম, যৌনকর্মী, হিজড়া, আদিবাসী, পরিচ্ছন্নতাকর্মী, স্বামী পরিত্যক্তা, তালাকপ্রাপ্ত ও বিধবা রয়েছেন। করোনা পরিস্থিতির কারনে প্রান্তিক এই জনগোষ্ঠির অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। আমরা এই জনগোষ্ঠির মধ্যে অবহেলিত নারীদের প্রাধান্য দিয়েছি। এই অর্থ সহায়তা পাওয়াদের মধ্যে ষাটভাগই নারী। তারা যাতে এই ক্ষুদ্র সহায়তা নিয়ে হাঁস মুরগি পালন করে স্বাবলম্বী হতে পারে সেই পরামর্শ দেয়া হয়েছে।