দেশজুড়ে

বাগেরহাটে বাঘ আতঙ্ক, গ্রামে পায়ের ছাপ

  প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৩ , ৫:৫৭:০৪ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে বাঘ আতঙ্ক, গ্রামে পায়ের ছাপ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে ৩-৪ দিন ধরে বাঘ আতঙ্ক বিরাজ করছে।

ওই এলাকায় বাঘের পায়ের ছাপ দেখে বনবিভাগ বলেছে, গ্রামে ছোট-বড় দুইটি বাঘ আসলেও বাঘ আবার বনে ফিরে গেছে।

উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের বাসিন্দা সোবাহান, রুস্তুম আলী ও ভিটিআরটি সদস্য সাচ্চু মিয়া মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে জানান, তিনদিন ধরে সোনাতলা গ্রামের মানুষের মাঝে বাঘ আতঙ্ক বিরাজ করছে। রাতের বেলা কেউ ঘর থেকে বাঘের ভয়ে বের হচ্ছে না।

তারা বলেন, রবিবার সন্ধ্যায় ও সোমবার সকালে ওই গ্রামের মজিবর হাওলাদারের বসতঘরের পিছনসহ বেশ কয়েক জায়গায় বাঘের অনেক পায়ের ছাপ দেখতে পান এলাকাবাসী। এতে গ্রামের মানুষের মাঝে বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে এলাকার মসজিদ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার প্রচারণা চালানো হয়। এর আগে ১১ জানুয়ারি রাতে একবার ওই এলাকায় বাঘ এসেছিলো বলে গ্রামবাসীরা জানান।

পূর্ব-সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান সাংবাদিকদের বলেন, সোনতলা গ্রামে জোড়া বাঘের পায়ের ছাপ দেখা গেছে এর মধ্যে একটি ছোট বাঘ। ধারণা করা হচ্ছে, বাচ্চাসহ বাঘ ভোলা নদী পার হয়ে গ্রামে এসেছিলো। বাঘ আবার সুন্দরবনে ফিরে গেছে। বনরক্ষী ও ভিলেজ রেসপন্স টাইগার টীম (ভিটিআরটি) সদস্যদের পাহারাসহ গ্রামবাসীদের সর্তকতার সাথে চলাচলের জন্য বলা হয়েছে বলে তিনি জানান।

আরও খবর

Sponsered content