প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২০ , ৩:৫১:১৩ প্রিন্ট সংস্করণ
সৈয়দ শওকত হোসেন, বাগেরহাট: করোনা পরিস্থিতিতে বাগেরহাট পৌরসভার ১ ও ৪ নং ওয়ার্ডে পাঁচ শতাধিক হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার সকালে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের নিজস্ব অর্থায়নে বিএনপির ভাইস চেয়ারম্যন তারেক জিয়ার নির্দেশনায় এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। বাগেরহাট পৌরসভার ১ ও ৪ নং ওয়ার্ডে হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মাঝে বিতরনের জন্য এ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের পক্ষে পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, মৎসজীবী দলের জেলা আহবায়ক এ্যাডভোকেট শহিদুল ইসলাম পৌর শ্রমিক দলের সভাপতি সেলিম ভূইয়া, , কাজী সেলিম, গোলাম মোস্তফাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, করোনায় বেকার জীবন যাপন করায় হত দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত মানুষেরা আর্থিক সংকটে পড়েছে। খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। এই অবস্থায় অসহায়দের পাশে দাড়াতে ব্যক্তিগত অর্থায়নে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলায় করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহত থাকবে।