দেশজুড়ে

বাগেরহাটে বিএনপি নেতা সজিব হত্যায় গ্রেফতার ১

  প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৪ , ৩:৪৫:৫৮ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে বিএনপি নেতা সজিব হত্যায় গ্রেফতার ১

বাগেরহাটে বিএনপি নেতা মো. সজিব তরফদার হত্যাকাণ্ডে কিলিং মিশনে অংশগ্রহণকারী একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তি হলেন আবু বক্কার শিকদার (৫৭), যিনি হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশ তার কাছ থেকে হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ এক প্রেসব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার কাউখালি উপজেলার হুগলি বাটকা থেকে আবু বক্কার শিকদারকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তির পর, বাগেরহাট সদর উপজেলার মির্জাপুর-সাহপাড়া এলাকার একটি ডোবা থেকে একটি দোনালা পাইপগান, একটি একনালা পাইপগান, একটি ধারালো অস্ত্রের বাট এবং একটি গুলি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বক্কার শিকদার হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণের কথা স্বীকার করেছেন। তিনি জানান, কিলিং মিশনে ৪ জন অংশগ্রহণ করেছিল এবং হত্যার জন্য ৩ লক্ষ টাকা চুক্তি হয়েছিল। হত্যার মূল পরিকল্পনাকারী এবং অন্য জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে এবং শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।

এদিকে, গত ৫ নভেম্বর বাগেরহাট-রামপাল সড়কে মোটরসাইকেলে যাচ্ছিলেন বিএনপি নেতা সজিব তরফদার। মির্জাপুর-আমতলা মসজিদের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা গুলি করে এবং কুপিয়ে তাকে হত্যা করে।

এই ঘটনায় ৮ নভেম্বর রাতে সজিবের স্ত্রী নাইমা ফারহানা বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮-৯ জনকে আসামি করা হয়েছে।

এছাড়া, পুলিশ জানিয়েছে যে, হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করতে তারা কাজ চালিয়ে যাচ্ছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

আরও খবর

Sponsered content