প্রতিনিধি ১ জুন ২০২০ , ৭:১৩:২২ প্রিন্ট সংস্করণ
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পল্লীতে সুপারি গাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের পরিবার জানায় সোমবার সকালে বরশি দিয়ে মাছ শিকারের জন্য বাড়ির বাগানে যায়। সেখানে পল্লী বিদ্যুৎতের লাইনের তার সুপারি গাছের উপর পড়ে বিদ্যুৎতায়িত থাকায় কৌশিক সুপারি গাছ স্পর্শ করলেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। কৌশিকের যাত্রাপুর রাংদিয়া স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেনীর ছাত্র।
বাগেরহাট সদর হাসপাতাল সুত্র জানায়, সদর উপজেলার যাত্রাপুর লাউপালা এলাকার কৃষ্ণপদ চৌধুরির ছেলে কৌশিক চৌধুরিকে নিথর অবস্থায় সোমবার সকালে হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে দেখেই মৃত ঘোষণা করেন।
বাগেরহাট পল্লিবিদ্যুৎতের এজিএম উইন মইনুল হাসান সাংবাদিকদের মুঠোফেনে জানান, এবিষয়ে আমাদের কিছু জানা নাই।
বিষয়টি জানতে পেরে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বাগেরহাট মডেল থানার এসআই আলমগীর হোসেন হাসপাতালে যান এবং লাশের সুরতহাল করেন। তিনি জানান যেহেতু বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে ময়না তদন্ত ছাড়াই তার পরিবার মৃতদেহ হাসপাতাল থেকে নিয়ে যেতে পারবে।