দেশজুড়ে

বাগেরহাটে বোনের বাড়ি থেকে আর বাড়ি ফেরা হলোনা বৃদ্ধের

  প্রতিনিধি ৭ জুলাই ২০২৪ , ৬:০২:৩৮ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে বোনের বাড়ি থেকে আর বাড়ি ফেরা হলোনা বৃদ্ধের

বাগেরহাটের শরণখোলায় বোনের বাড়ি বেড়াতে এসে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় প্রাণ হারালেন সুলতান খাঁন (৭০) নামের এক বৃদ্ধ। রবিবার (৭জুলাই) সকালে উপজেলার উত্তর কদমতলা মহিলা মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সুলতান খাঁন বড়গুনা জেলার তালতলি উপজেলার নিদ্রা সকিনা গ্রামে বাসিন্দা। তিনি গত ৭ দিন আগে শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামে বোন জামাই মে. তানজির মৃধার বাড়িতে বেড়াতে আসেন।

নিহতের বোন জামাই তানজির মৃধার ভাই সবুর মৃধা বলেন,তার বেয়াই সুলতান খাঁন সকাল বাড়ি থেকে বের হয়ে রায়েন্দা বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বাংলাবাজারের দিক থেকে বেপরোয়া গতিতে দুইটি ইজিবাইক একইদিকে যাওয়ার সময় একটি গাড়ি আর একটি গাড়িকে ওভারটেক করতে গেল সুলতান খাকে ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় সুলতান খাঁনের মাথা থেতলে যায় এবং হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।

শরণখোলা থানার ওসি মোঃ কামরুজ্জামান জানান, ঘাতক ইজিবাইক চালককে আটকের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানা এ কর্মকর্তা।

আরও খবর

Sponsered content