প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২০ , ৪:১৯:৪২ প্রিন্ট সংস্করণ
সৈয়দ শওকত হোসেন, বাগেরহাট : বাগেরহাট মংলা উপজেলায় “মংলা হেল্প ডেস্ক” নামে একটি সামাজিক সংগঠনটি হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে । সামাজিক দূরত্ব মেনে মংলা পৌর এলাকা, চিলা ইউনিয়নের চিলা বাজার, বৈদ্যমারী ও জয়মনিতে, সুন্দরবন ইউনিয়নের কিছু জায়গা ও চাঁদপাই এলাকায় এলাকার ১০০টি পরিবারের সদস্যদের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
“মংলা হেল্প ডেস্ক” এর প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ক উপ কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় উপকমিটির সহ –সম্পাদক শেখ ইকবাল লতিফ সোহেল বলেন, মংলা হেল্প ডেস্ক সব সময় যে কোনো দূর্যোগের দিনে জনগনের পাশে থাকবে। করোনার এই সঙ্কটতম সময়ে আর্থিক সংকটে রয়েছে পরিবারগুলো।
এ অবস্থায় “মংলা হেল্প ডেস্ক”এর সহযোগীতায় শতাধিক পরিবারকে এই খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ সময় সংগঠনের কর্মকর্তা মুন্না, সবুজ, আকাশ, সেতু, সাইফুল, মজনু, মজিবরসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।