দেশজুড়ে

বাগেরহাটে ‘মংলা হেল্প ডেস্ক’ সহায়তায় খাদ্যসামগ্রী বিতরণ

  প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২০ , ৪:১৯:৪২ প্রিন্ট সংস্করণ

সৈয়দ শওকত হোসেন, বাগেরহাটবাগেরহাট মংলা উপজেলায়মংলা হেল্প ডেস্কনামে একটি সামাজিক সংগঠনটি হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে সামাজিক দূরত্ব মেনে মংলা পৌর এলাকা, চিলা ইউনিয়নের চিলা বাজার, বৈদ্যমারী জয়মনিতে, সুন্দরবন ইউনিয়নের কিছু জায়গা চাঁদপাই এলাকায় এলাকার ১০০টি পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

“মংলা হেল্প ডেস্কএর প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তির বিষয়ক উপ কমিটির সদস্য সাবেক কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক শেখ ইকবাল লতিফ সোহেল বলেন, মংলা হেল্প ডেস্ক সব সময় যে কোনো দূর্যোগের দিনে জনগনের পাশে থাকবে। করোনার এই সঙ্কটতম সময়ে আর্থিক সংকটে রয়েছে পরিবারগুলো।

অবস্থায়মংলা হেল্প ডেস্কএর সহযোগীতায় শতাধিক পরিবারকে এই খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি। সময় সংগঠনের কর্মকর্তা মুন্না, সবুজ, আকাশ, সেতু, সাইফুল, মজনু, মজিবরসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আরও খবর

Sponsered content