দেশজুড়ে

বাগেরহাটে মিডিয়া ফিলোশীপ-২০২৪ ঘোষণা

  প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৪ , ৪:১৩:৫৬ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে মিডিয়া ফিলোশীপ-২০২৪ ঘোষণা

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক মোকাবেলায় স্থানীয় সুযোগ ও চাহিদা সৃষ্টিতে করণীয় নির্ধারন বিষয়ে মিডিয়া ফেলোশীপ-২০২৪ ঘোষণা করা হয়েছে ।

বুধবার (১৩) নভেম্বর সকালে বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায়, বাঁধন মানব উন্নয়ন সংস্থার জেলা কার্যালয়ে, বাগেরহাট জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রতিনিধিদের সাথে ওরিয়েন্টেশনের মাধ্যমে এ ফিলোশীপ ঘোষণা করা হয়।

বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ আহসানুল করিম, নয়াদিগন্ত ও এনটিভির জেলা প্রতিনিধি তরফদার রবিউল ইসলাম, এশিয়ান টিভির মো. কামরুজ্জামান, যমুনা টেলিভিশনের মো. ইয়ামিন আলী, বাংলাভিশনের মোল্লা মাসুদুল হক, আরটিভির শামসুর রহমান, ঢাকার ডাকের এসএম রাজ, ইনডিপেনডেন্ট টিভির অলিপ ঘঠক,দেশ টিভির এএস শোহান, দিপ্ত টিভির মামুন আহমেদ,বাংলা টিভির আবদুল্লাহ আল ইমরান,এটিএন বাংলা ও এটিএন নিউজের এসএম আমিরুল হক বাবু, ভেরের দর্পণ এর সৈয়দ শওকত হোসেন, একুশে টিভির এইচ এম মাইনুল ইসলাম, লোকসমাজের এমএম সবুর রানা, এশিয়ান টিভির রামপাল প্রতিনিধি সুজন মজুমদার, ঢাকা পোষ্ট এর শেখ আবু তালেব, বাঁধন মানব উন্নয়ন সংস্থার এফরটি প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার সোহাগ হাওলাদার, প্রজেক্ট অফিসার সানি জোবায়ের, ইয়ুথ এ্যাক্টিভিস্টা মাহফুজ মাঝি, অর্নব মিস্ত্রি প্রমুখ।

উল্লেখ্য এ বছর এই ফেলোশীপের মূল লক্ষ হলো, উপকূলীয় জেলা বাগেরহাটে জলবায়ু পরিবর্নের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় স্থানীয় সুযোগগুলোকে কাজে লাগানো এবং জলবায়ুতে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন জিবিকা তৈরি ও চাহিদা সৃষ্টিতে করনীয় নির্ধারণ করে সিন্ধ্যান্ত গ্রহণকারীদের কাছে চাহিদা সৃষ্টি করা। ১৩ নেভেম্বর ২০২৪ থেকে ২৮ নভেম্ব ২০২৪ পর্যন্ত চলবে প্রতিবেদন সংগ্রহের সময়। আগামী ৩০ নভেম্বর ২০২৪ ফেলোশীপে অংশগ্রহণকারীদের ১ম ২য় ও তয় সহ মোট ৭ জনকে পুরস্কার প্রদান করা হবে। এছাড়া ফিলোশীপে বাগেরহাটে কর্মরত সকল সাংবাদিক অংশ গ্রহন করতে পারবে।

যে বিষয়গুলো বিবেচনা করে প্রতিবেদন করতে হবে তা হলো, উপকূলীয় এলাকায় পানি সংকট এবং সমাধানে করণীয়, জলবায়ু সংকট মোকাবেলায় বিকল্প জীবিকায়ন কর্মসূচিতে বাজেট বরাদ্দ ও অগ্রগতি।, জলবায়ু সুবিচার আন্দোলনে অবদান রাখছে এমন ব্যাক্তি ও প্রতিষ্ঠান, PSF (Pond Sand Filter) এর বর্তমান অবস্থার পরিবর্তনে করনীয়।, অভ্যন্তরীণ মাইগ্রেশন প্রতিরোধে টেকসই ভেড়িবাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা ও করনীয়।, জলবায়ু পরিবর্তনের কারনে নারীদের স্বাস্থ্য ঝুকি ও সুরক্ষায় করনীয়।, প্লাস্টিক দূষণ প্রতিরোধে সরকারের বর্তমান পদক্ষেপ বাস্তবায়নে সম্ভাবনা ও বাধা, সবুজ উদ্দ্যোক্তা তৈরিতে সম্ভাবনা ও বাধা, নবায়নযোগ্য শক্তির ব্যবহারে সুযোগ ও সম্ভাবনা।

আরও খবর

Sponsered content