প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২০ , ৪:২২:৪৮ প্রিন্ট সংস্করণ
সৈয়দ শওকত হোসেন, বাগেরহাট: বাগেরহাট পৌরসভার মেয়রের হটলাইেেন ফোন দিলেই মিলছে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রি। করোনা পরিস্থিতিতে খেটে খাওয়া সাধারন মানুষ যেমন খাদ্যকষ্টে দিন কাটছে তেমনি না বলতে পারা মধ্যবিত্ত মানুষ যারা খাবারের কষ্টে খেয়ে না খেয়ে কোন ভাবে জীবন যাপন করছে। এ রকম না বলতে পারা অভাবি লোকের সংখ্যা নেহায়েত কম নেই আমাদের সমাজে।
তাদের কথা চিন্তা করে বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান একটি হটলাইন চালু করেন যেখানে ফোনকারীর পরিচয় গোপন রেখে তাদের ঘরে পৌছে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রি। তারই অংশ হিসাবে বৃহস্পতিবার সকালে কিন্ডার গার্টেনের এক শিক্ষকের ফোন আসে মেয়রে হটলাইনে সাথে সাথে মেয়র সিন্ধ্যান্ত নেন বাগেরহাট পৌরসভার সকল কিন্ডার গার্টেনের শিক্ষকদের খাদ্যসামগ্রি দিবেন।
আজ দুপুরে কিন্ডার গার্টেনের শিক্ষকদের পক্ষে এ খাদ্যসামগ্রি গ্রহন করেন বাগেরহাট বহুমূখি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোসা:ফারহানা আক্তার ও অন্যন্য শিক্ষকরা।
এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র তালুকদার আব্দুল বাকী,উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, কাউন্সিলর মো: নাছির উদ্দিন,মাছুম শেখ,তানিয়া খাতুন, মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. শরিফা খাতুন, আওয়ামীলীল নেতা সরদার ওমর ফারুখ,মো: আবুল কালাম, ইলিয়াছ শিকদার, বাগেরহাট পৌরসভার প্রধান সহকারী রফিকুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য হটলাইনে এ পর্যন্ত প্রায় ৩৫০ জনের অধিক লোককে খাদ্যসামগ্রি দেওয়া হয়েছে। খাদ্য সামগ্রির মধ্যে রয়েছে ১০ কেজি চাল,১ লি.তেল,১ কেজি. ডাল, ১ কেজি.পিয়াজ।