দেশজুড়ে

বাগেরহাটে রিকের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

  বাগেরহাট প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৫ , ৫:১৬:১২ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে রিকের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) পিরোজপুর জোনের বাগেরহাট এরিয়ার সদর শাখা কর্তৃক প্রবীণ কল্যাণ কর্মসূচির আওতায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ পালন করা হয়েছে।

উক্ত দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুরে জান্নাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাগেরহাট সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল পারভেজ ,রিকের প্রবীণ কল্যাণ কর্মসূচির আঞ্চলিক সমন্বয়কারী, মো. ফারুক রহমান । রবিবার (১২ অক্টোবর) সকালে এই দিবস উপলক্ষে সদর উপজেলা চত্বরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে রিক কার্যালয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিরিজপুর জনের জোনাল ম্যানেজার মোহাম্মদ আখতারুজ্জামান। বাগেরহাট এরিয়া ম্যানেজার মো. ইনসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলার ১০টি ইউনিয়নের প্রবীণ কল্যাণ কর্মসূচি কমিটির ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারি সহ ১০০ জন প্রবীণ ব্যক্তিবর্গ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রবীণ কল্যাণ কর্মসূচির ৪ জন প্রগ্রাম অফিসার ও রিকের বাগেরহাট শাখার সকল কর্মকর্তা বৃন্দ।

আরও খবর

Sponsered content