দেশজুড়ে

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল চালক নিহত

  প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৪ , ৭:৪৬:২৯ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল চালক নিহত

বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আশরাফুল ঘরামী (৪৫) নামের এক মটরসাইকেল চালক নিহত হয়েছে। সোমবার দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটের বনফুল স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

এসময় মটরসাইকেলে থাকা আশরাফুলের ভাইয়ের ছেলে রনি ঘরামী (১২) গুরুতর আহত হয়েছে। নিহত আশরাফুল ঘরামী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের মোমেন উদ্দীন ঘরামীর ছেলে।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু জানান, ঢাকা থেকে খুলনাগামি পর্যটক পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌছে একই দিক থেকে যাওয়া একটি মটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মটরসাইকেল চালক আশরাফুল ঘরামী নিহত হন। মটরসাইকেলে থাকা তার ভাইয়ের ছেলেকে উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে বলে জানান ওসি।

আরও খবর

Sponsered content