দেশজুড়ে

বাগেরহাটে সামাজিক বনায়নে যুবদের অংশগ্রহণ নিশ্চিত করন সভা

  প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৪ , ৬:৪১:০৩ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে সামাজিক বনায়নে যুবদের অংশগ্রহণ নিশ্চিত করন সভা

বাগেরহাটে সামজিক বনবিভাগের বিভিন্ন সরকারী বেসরকারী যায়গায় বনায়ন তৈরি এবং এ কাজে যুবদের অন্তর্ভূক্তি নিশ্চিতের লক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ই সেপ্টেম্বর) সকালে বাগেরহাট প্রেস ক্লাবের হলরুমে, এ্যাক্টিভিস্টা বাগেরহাট  ও বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট সামাজিক বন বিভাগের রেন্জ কর্ম।কর্তা চিন্ময় মধু । বাঁধন মানব উন্নয়ন সংস্থার প্রজেক্ট ম্যানেজার সোহাগ হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভোরের দর্পণ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি ও বাগেরহাট প্রেস ক্লাবের সদস্য সৈয়দ শওকত হোসেন, একশন এইড বাংলাদেশ এর ইন্সপাইরেটর সুইট খাঁন, হাব উপদেষ্ঠা অর্নব মিস্ত্রি, নিয়ন হালদার, সামিয়া সুলতানা, খাদিজা খাতুন, সিমা আক্তার, এছাড়া বাঁধন মানব উন্নয়ন সংস্থার বিভিন্ন যুব গ্রপের অর্ধ শতাধিক নারী ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় যুবরা সামজিক বনায়নে যুবদের অন্তর্ভুক্তির  জন্য সুপারিশ করেন। পরে বক্তারা বলেন, যুবরা হচ্ছে আগামী দিনের দেশ গড়ার কারিগর তাদের হাতে তৈরি হবে আগামী সবুজ বাংলাদেশ। পরিকল্পিত সবুজ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায়

একটি পরিবর্তিত বাংলাদেশ বিনির্মানে যুবদের সকল ক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও বলেন বক্তরা।

আরও খবর

Sponsered content