দেশজুড়ে

বাগেরহাটে ৫৮ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

  প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২০ , ৬:২৫:২৮ প্রিন্ট সংস্করণ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব না মানায় আরও ৫৮ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদের কাছ থেকে ৬০ হাজার ১৮০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (১৩ এপিল) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান বলেন, বাগেরহাটের মানুষকে ঘরবন্দি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলা প্রশাসনের ৩০টিরও বেশি ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে। সামাজিক দূরত্ব না মানার অপরাধে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৫৮ জনকে ৬০ হাজার ১৮০ টাকা জরিমানা করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

 

আরও খবর

Sponsered content