প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২০ , ৫:১৪:১৭ প্রিন্ট সংস্করণ
সৈয়দ শওকত হোসেন, বাগেরহাট: করোনা পরিস্থিতিতে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ৫ হাজার হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। বিকালে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের নিজস্ব অর্থায়নে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মাঝে বিতরনের জন্য নেতৃবৃন্দদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় জেলা যুবদলের সাবেক সভাপতি মাহাবুবুল হক কিশোর, ছাত্রদলের সভাপতি মোঃ ইমরান খান সবুজ, সাধারন সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দিপু, কাজী সেলিম,গোলাম মোস্তফাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সাবেক মভাপতি এম এ সালাম বলেন, করোনায় বেকার জীবন যাপন করায় হত দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত মানুষেরা আর্থিক সংকটে পড়েছে। খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। এই অবস্থায় অসহায়দের পাশে দাড়াতে ব্যক্তিগত অর্থায়নে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার পাচ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছি।
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহত থাকবে। করোনার এই পরিস্থিতিতে সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান বিএনপির এই নেতা।