চট্টগ্রাম

বান্দরবানের কুহালংয়ে রোপন করা হলো ৬হাজার গাছের চারা

  প্রতিনিধি ২০ জুলাই ২০২২ , ৬:১৬:৩৪ প্রিন্ট সংস্করণ

বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানে আরণ্যক ফাউন্ডেশনের কম্পাস সিএইচটি – এফ এল আর প্রকল্পের সহযোগিতায় কুহালং ইউনিয়নের বাকিছড়া হতে ডুলু পাড়া পর্যন্ত সড়কের দুই পাশে সড়ক সজ্জিতকরণ কর্মসূচির আওতায় ৬ হাজার বিভিন্ন ফলজ, বনজ চারা রোপন করা হয়েছে।
অরণ্যাক ফাউন্ডেশনের অর্থায়নে সড়ক সজ্জিতকরণ কর্মসূচি’র আওতায় জাতীয় বৃক্ষরোপণ অভিযান ২০২২ এর অংশ হিসেবে এই বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরিজী ।

২০ জুলাই বুধবার সকালে কুহালং ইউনিয়নে জেলা প্রশাসন ও পাল্পউড প্লাউটেশন বিভাগ এর যৌথ আয়োজনে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরও খবর

Sponsered content