প্রতিনিধি ২২ মে ২০২৪ , ৪:০৭:৪২ প্রিন্ট সংস্করণ
পার্বত্য জেলা বান্দরবানে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নাইক্ষ্যংছড়ি ও লামা উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মে) সকাল ৮ টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করা হয়। নাইক্ষ্যংছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তোফাইল আহম্মদ।
মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ১৫ হাজার ১৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী মো. সফিউল্লাহ পেয়েছেন ১১ হাজার ৪৩২ ভোট। এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মো. কামাল উদ্দিন। চশমা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৪ হাজার ৪৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিয়াপাখি প্রতীক নিয়ে শাহ জাহান কবির পেয়েছেন ১১ হাজার ৮৭ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন সানজিদা আক্তার। কলস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১০ হাজার ৬১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পদ্মফুল প্রতীক নিয়ে হামিদা চৌধুরী পেয়েছেন ৯ হাজার ২৯৫। অন্যদিকে লামা উপজেলা পরিষদ নির্বাচনে মোস্তফা জামাল চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আনারস প্রতীকে তিনি পেয়েছেন ২০ হাজার ৫৬৯ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের হোসেন মজুমদার মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৬শত ৯১ ভোট। প্রদীপ কান্তি দাশ টিউবওয়েল প্রতীক নিয়ে পুরুষ ভাইস চেয়ারম্যান ও সুলতানা নাজমা প্রজাপতি প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
দুই উপজেলার নির্বাচন নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট কার্যক্রম সম্পন্নের জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে পুলিশ, আনসার ভিডিপি’র স্বাভাবিক নিরাপত্তার পাশাপাশি সেনাবাহিনী, স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাব ও বিজিবি’র সদস্যরা টহলে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও। নির্বাচন চলাকালীন কোনো ভোটকেন্দ্রে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।