প্রতিনিধি ৩১ মে ২০২৩ , ৫:৫০:৪৬ প্রিন্ট সংস্করণ
মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি :
“তামাক নয় খাদ্য ফলান” এই প্রতিপাদ্যের আলোকে বান্দরবানে পালিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস।
দিবসটি উপলক্ষে বুধবার ৩১ শে সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
র্যালীটি শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।র্যালী পরবর্তী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি,অতিরিক্ত পুলিশ সুপার,হোসাইন মোঃ রায়হান কাজেমী,পিপিএম,ডেপুটি সিভিল সার্জন ডাঃ এম এম নয়ন সালাউদ্দীন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা,উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভূমি) নার্গিস সুলতানা,নির্বাহী ম্যাজিস্ট্রেট,মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল,নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস,নির্বাহী ম্যাজিস্ট্রেট,রাজিব কুমার বিশ্বাস,বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা,স্কুল কলেজের শিক্ষার্থী বৃন্দ।
সভায় বক্তারা তামাক ব্যাবহারের ফলে শাররীক বিভিন্ন ক্ষতির কথা তুলে ধরে এর প্রচারণায় আইনের প্রয়োগের কথা তুলে ধরেন।এবং কৃষকদের তামাকের বিকল্প চাষে লাভের পরিমান দ্বিগুণ এই বিষয়ে কৃষকদের তামাক চাষে নিরুৎসাহিত করার কথা বলেন।