চট্টগ্রাম

বান্দরবানে বৌদ্ধদের কঠিন চীবর দান উদযাপিত

  প্রতিনিধি ৭ নভেম্বর ২০২০ , ১১:৪৭:০৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:
পঞ্চশীল প্রার্থনা, অষ্টপরিস্কার দান ও সংঘদানসহ নানা আচারে বান্দরবানে উদযাপন হলো বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান উৎসব।

শনিবার (৭ নভেম্বর) সকালে জেলা সদরের পারাহিতা সংঘরাজিতা বৌদ্ধবিহার প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে তিন পার্বত্য জেলা ও চট্টগ্রামের বিভিন্ন বৌদ্ধবিহারের ভিক্ষু ও ভক্তরা অংশ নেন। তারা দেশ ও জাতির মঙ্গলের জন্য বিশেষ প্রার্থনা করেন।

বৌদ্ধধর্ম মতে, ২৪ ঘণ্টার মধ্যে টাটকা কাপড় তৈরির পর তা ভিক্ষুদের দানের মাধ্যমে কায়িক, বাচনিক ও মানসিক পুণ্য লাভ হয়। এটাকেই ধর্মীয় শাস্ত্রমতে কঠিন চীবর দান বলে।

আরও খবর

Sponsered content