দেশজুড়ে

বান্দরবান কলেজের ভাবমূর্তি নষ্ট ও শিক্ষকদের মানহানীর প্রতিবাদে মানববন্ধন

  প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২৫ , ৭:৫৪:৫৩ প্রিন্ট সংস্করণ

বান্দরবান কলেজের ভাবমূর্তি নষ্ট ও শিক্ষকদের মানহানীর প্রতিবাদে মানববন্ধন

বান্দরবান সরকারি কলেজের শিক্ষক দাবিদার আমানউল্লাহ কর্তৃক এইচএসসির নির্বাচনী পরীক্ষা বানচাল, কলেজে ভাংচুর, নিজের পরিচালিত কোচিং সেন্টার পাইওনিয়ার কোচিং হোম এ পড়া বান্দরবান সরকারি কলেজের ছাত্রতের দিয়ে কলেজ  শিক্ষকদের মানহানী ও কলেজের ভাবমূর্তি নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৯ জানুয়ারি) সকালে বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।মানববন্ধনে কলেজের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।  

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন গত ১৬ই জানুয়ারি বহিরাগত আমানউল্লাহ নামে এক শিক্ষক তার কোচিং সেন্টারের শিক্ষার্থীদের নিয়ে এইচএসসির নির্বাচনী পরীক্ষা বানচাল, কলেজে ভাংচুর, শিক্ষকদের মানহানী ও কলেজের ভাবমূর্তি নষ্ট করেছে। যা বান্দরবান সরকারি কলেজের দীর্ঘদিনের সুনামকে  ক্ষুন্ন করেছে। 

এসময় শিক্ষার্থীরা বহিরাগত আমানউল্লাহকে বান্দরবান সরকারি কলেজে অবাঞ্চিত ঘোষণাসহ, ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার ও ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবী জানান। 

পরে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আবছার চৌধুরীর কাছে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে চার দফা দাবী পেশ করেন। 

এদিকে অধ্যক্ষের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও তথাকথিত শিক্ষক আমানউল্লাহ বান্দরবান কলেজের নিয়োগপ্রাপ্ত কেউ না বলে জানান বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আবছার চৌধুরী।

এছাড়া আমানউল্লার বিরুদ্ধে কলেজের প্রশ্নপত্রের প্রলোভন দেখিয়ে ছাত্রীদের মেসেঞ্জারে কুপ্রস্তাব দেয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যা কলেজের সুনামকে ম্লান করে। কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি সহ বিভিন্ন অভিযোগে কলেজ কর্তৃপক্ষ তাকে অব্যাহতি দেন

 উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি বহিরাগত শিক্ষক আমানউল্লাহর নেতৃত্বে বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ্যের পদত্যাগের দাবীতে বিক্ষোভ সমাবেশ করে একদল ছাত্র।