দেশজুড়ে

বাবার হাতে ছেলে খুন

  প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ৪:৩৪:২১ প্রিন্ট সংস্করণ

বাবার হাতে ছেলে খুন

যশোরের শার্শা উপজেলার কাঠুরিয়া গ্রামে বাবার কোদালের আঘাতে আহত ছেলে হাফেজ বাপ্পি মিয়া (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে উপজেলার কাঠুরিয়া গ্রামে বাবার হাতে ছেলে আহত হওয়ার ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান বাপ্পি মিয়া। তিনি ওই গ্রামের চান্দু মিয়ার ছেলে।

নিহতের চাচা আক্তারুজ্জামান বলেন, ঘটনার দিন শুক্রবার বাবা ছেলের কাছে হাত খরচের টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বাকবিতন্ডার একপর্যায়ে বাবা চান্দু মিয়া বাড়ির উঠানে থাকা কোদালের হাতলের আঘাতে বাপ্পি গুরুতর আহত হন। এ সময় ছেলে গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় গেল রাতে ছেলে মারা যান।

আরও খবর

Sponsered content