চট্টগ্রাম

বায়তুল ইরফান আদর্শ মাদরাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

  প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৪ , ৪:৪৫:৩৭ প্রিন্ট সংস্করণ

বায়তুল ইরফান আদর্শ মাদরাসার বার্ষিক সভা ও পুরুষ্কার বিতরণ সম্পন্ন

বাঁশখালী উপজেলার পৌরসভাস্থ দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বিত প্রতিষ্ঠান বায়তুল ইরফান আদর্শ মাদরাসা’র ১৯তম বার্ষিক দ্বীনি মাহফিল ও পুরস্কার বিতরণ সভা মাদরাসা অডিটোরিয়ামে রবিবার রাতে সম্পন্ন হয়েছে। 

মাদরাসার শিক্ষা সচিব মাওলানা মুহাম্মদ কামাল উদ্দীন এর সঞ্চালনায় ও চট্টগ্রাম লালখান বাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা নুরুল হকের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মুবাল্লিগে দ্বীন হযরত আলী আহমদ বোয়ালভী (রহ.) এর খলিফা মাওলানা সিরাজুল ইসলাম। এসময় প্রধান বক্তার আলোচনা পেশ করেন আল জামিয়া আল- ইসলামিয়া পটিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা কাজী আখতার হোসাইন। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক কাজী মাওলানা মুহাম্মদ মনছুরুল হক। 

এ সময় বিশেষ বক্তার আলোচনা পেশ করেন বোয়ালখালী জামিয়া ওয়াহেদিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা হেলাল উদ্দিন পুকুরিয়াবী, চট্টগ্রাম দারুল ইমান হজ্ব কাফেলার চেয়ারম্যান মাওলানা জালাল উদ্দীন, শীলকূপ টাইম বাজার জামে মসজিদের খতিব মৌলানা নুরুল কাদের, বাঁশখালী হজ্ব কাফেলার পরিচালক মো. ইমরান, মো. হোসাইন, মো. ছগির সিকদার, তাহফিমুল আলম সহ বহু বরেণ্য ওলামায়ে কেরাম ও ইসলামিক স্কলারগণ উপস্থিত ছিলেন। 

এ সময় অথিতিরা গত ২৩ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় এ-প্লাস প্রাপ্ত কৃতিশিক্ষার্থী, বিশুদ্ধ কুরআন তেলাওয়াত, সর্বোচ্চ উপস্থিতি, হামদ-না’ত, আরবি, বাংলা, ইংরেজী বক্তব্য, ইংরেজী কথোপোকথনসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার প্রদান করা হয়। উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় ঐতিহ্যের ধারাবাহিকতায় এবছরেও লক্ষাধিক টাকার পুরুস্কার প্রদান করেন মাদরাসা কর্তৃপক্ষ।

আরও খবর

Sponsered content