চট্টগ্রাম

বায়েজিদে গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৩ , ৪:১৩:৩৫ প্রিন্ট সংস্করণ

বায়েজিদে গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল মোড়ে ন্যাশনাল এক্সেসরিজ নামের একটি ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটে চারতলা ভবনের নিচতলায় কারখানার জমানো ময়লার স্তুপে এ আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ কামরুজ্জামান বলেন, ন্যাশনাল এক্সেসরিজ নামের ওই কারখানার নিচতলায় ময়লার স্তুপে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পরে জানা যাবে। তাছাড়া এ আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

আরও খবর

Sponsered content