চট্টগ্রাম

বায়েজিদে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

  প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৫ , ৮:০২:২০ প্রিন্ট সংস্করণ

বায়েজিদে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদে ধর্ষণের অভিযোগে করা মামলার পলাতক আসামি মোহাম্মদ হোসেন মধুকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৭)। বুধবার (৮ জানুয়ারি) রাতে আতুরার ডিপো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মধু নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকার মোহাম্মদ মান্নানের ছেলে।

র‌্যাব-৭ এর ভারপ্রাপ্ত উপ-পরিচালক (মিডিয়া) মো. সাদমান সাকিব জানান, গত ৫ সেপ্টেম্বর মধুর বিরুদ্ধে নগরের চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তিনি গ্রেপ্তার এড়াতে নগরের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। আতুরার ডিপো এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Sponsered content