অনিচ্ছাসত্ত্বেও বার্সায় থেকে যাওয়ার সিদ্ধান্ত জানানোর পর অবশেষে গতকাল সোমবার অনুশীলনে দলের সঙ্গে যোগ দেন লিওনেল মেসি। গণমাধ্যমের খবর অনুযায়ী, রোববার করোনাভাইরাস পরীক্ষা করানো হয় মেসির। ফল নেগেটিভ আসা সাপেক্ষে পরদিন স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় ক্লাবের জুয়ান গাম্পের ট্রেনিং গ্রাউন্ডে আসার কথা ছিল তার। তবে মুন্দো দেপোর্তিভো তাদের প্রতিবেদনে জানায়, বিকেল ৩টা ৫৭ মিনিটে ক্লাব ফ্যাসিলিটিজে চলে আসেন বার্সেলোনার রেকর্ড গোলদাতা।