চট্টগ্রাম

বাসের ভিতর থেকে ১০ জুয়াড়ি আটক

  প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৩ , ৩:৪৬:১৩ প্রিন্ট সংস্করণ

বাসের ভিতর থেকে ১০ জুয়াড়ি আটক

চট্টগ্রাম নগরীতে বাসের ভিতর জুয়ার আসর বসানোর দায়ে ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। নগরীর চান্দগাঁও এলাকায় পূজা নামীয় পরিবহনের ভিতরে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে পুলিশ।

চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির বলেন, গ্রেফতারকৃত আসামিরা নিয়মিত বিভিন্ন জায়গায় জুয়া খেলে। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য আসামিরা অভিনব এই পন্থায় জুয়া খেলে।

আসামিরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকা গাড়ি অথবা নষ্ট গাড়ি কয়েক ঘন্টার জন্য ভাড়া করে এবং জুয়া খেলে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও খবর

Sponsered content