দেশজুড়ে

বাড়ি বানানোর জন্য রাখা পেনশনের টাকা  ত্রাণ তহবিলে দান

  প্রতিনিধি ১২ মে ২০২০ , ৬:৩১:৪২ প্রিন্ট সংস্করণ

মাহবুবুর রহমান খন্দকার, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): করোনা ভাইরাসের কারণে অসহায় কর্মহীনদের সহায়তার জন্য আশুগঞ্জ উপজেলা অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির অফিস সহায়ক হাজী আব্দুল রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার ত্রাণ তহবিলে এক লাখ টাকার অনুদানের চেক তুলে দিয়েছেন গত বৃহস্পতিবার (৭ই মে) আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজিমুল হায়দারের কাছে লক্ষ টাকার চেক তুলে দেন আব্দুর রহমান

সময় আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: হানিফ মুন্সি, উপজেলা সহকারী কমিশনার (মি) ফিরোজা পারভীন, ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, আশুগঞ্জ চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম আহবায়ক হাজী মাহবুবুর রহমান, লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের, বিষিষ্ট ব্যবসায়ী বাদল মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন

জানা যায়, আশুগঞ্জ উপজেলা খাদ্য অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে হাজী আব্দুল রহমান গত ২০১৭ সালে অবসর প্রাপ্ত হয়ে পেনশনের টাকা দিয়ে হজ্জ পালন করেন পেনশনের কিছু টাকা বাড়ি বানানোর আশায় রেখে দেওয়া টাকা থেকে তিনি এই দুর্যোগময় সময়ে অসহায় কর্মহীনদের কাজে লাগানোর জন্য এই এক লক্ষ টাকা দান করেন বর্তমানে কর্মরত আশুগঞ্জ উপজেলা অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির অফিস সহায়ক হাজী আব্দুল রহমান বলেন, আমি  বাড়ি বানানোর জন্য পেনশনের এক লাখ টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তুলে দিয়েছি এই টাকা অসহায় কর্মহীনদের সহায়তার জন্য বন্টন করা হোক 

আশুগঞ্জ চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম আহবায়ক হাজী মাহবুবুর রহমান বলেন, অবসর প্রাপ্ত কর্মী আব্দুল রহমান বর্তমানে আশুগঞ্জে বয়লার ব্যবসায়ী সমিতির অফিস সহায়ক হিসাবে কাজ করছেন তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জিনদপুর এলাকায় করোনা ভাইরাসের কারনে মানুষের অসহায় অবস্থা দেখে সে এক লাখ টাকা অনুদান হিসেবে উপজেলা নির্বাহী কর্মকতার কাছে তুলে দেন

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিমুল হায়দার জানান, আব্দুল রহমান নিজে উপস্থিত হয়ে উপজেলা ত্রাণ তহবিলে এক লাখ টাকা অনুদানের চেক তুলে দিয়েছেন এবং এই টাকা অসহায় মানুষদের সহায়তার জন্য ব্যবহার করতে বলেছেন নিজের বাড়ি বানানোর জন্য রাখা পেনশনের টাকা অনুদানের বিষয়টি একটি ব্যতিক্রম উদাহরণ

 

আরও খবর

Sponsered content