ঢাকা

বিআরটি লেইনে গুলিস্থান হয়ে গাজীপুর চলাচল করবে বিআরটিসি’র এসি বাস

  এস এম বাবুল ৫ ডিসেম্বর ২০২৪ , ৭:৩০:২৫ প্রিন্ট সংস্করণ

বিআরটি লেইনে গুলিস্থান হয়ে গাজীপুর চলাচল করবে বিআরটিসি’র এসি বাস

এবার বিআরটি লেইনে গুলিস্থান হয়ে গাজীপুর চলাচল করবে বিআরটিসির এসি বাস। গুলিস্থান জিরোপয়েন্ট হতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার কওে শিববাড়ী (গাজীপুর) পর্যন্ত বিআরটিসির এসি বাস চলার কথা জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা সাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, শুক্রবার হতে গুলিস্থান-গাজীপুর রুটে র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) লেইন ব্যবহার কওে চলবে বিআরটিসির এসি বাস। এর আগে এ লেইনে পরীক্ষামূলক ভাবে এয়ারপোর্ট হতে শিববাড়ী (গাজীপুর) পর্যন্ত বিআরটিসির এসি বাস সার্ভিস চালু করা হয়েছে।

রুটটি গুলিস্থান-গাজীপুর পর্যন্ত সম্প্রসারিত আকারে শুক্রবার থেকে চলাচলের কথা বলা হয়েছে।এ রুটের স্টপেজসমূহ নির্ধারণ করা হয়েছে- গুলিস্থান, শাহবাগ, ফার্মগেইট, এয়ারপোর্ট, কলেজ গেইট, বোর্ডবাজার, ভোগড়া, শিববাড়ী (গাজীপুর)।

আরও খবর

Sponsered content