বাংলাদেশ

বিএনপির সঙ্গে ১০ দফা দাবি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী

  প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২২ , ৮:১৪:৫০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার দাবিতে ও দেশব্যাপী যুগপৎ গণআন্দোলন গড়ে তুলতে বিএনপির সঙ্গে সমন্বয় রেখে ১০ দফা দাবি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১০ ডিসেম্বর) বিকালে রাজধানী ঢাকার একটি মিলনায়তনে এসব দফা ঘোষণা করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৪ ডিসেম্বর রাজধানী ঢাকাসহ দেশের বিভাগীয় শহর ও জেলায় জেলায় গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেন তিনি।

তিনি আরও বলেন, ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনের নামে প্রহসনের আয়োজন করে অন্যায় ও অনৈতিকভাবে বাংলাদেশের ক্ষমতা দখল করা হয়। আজ বাংলাদেশে জনগণের ভোটাধিকার নেই, কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা নেই। চলাফেরা, মিছিল-মিটিং, সভা-সমাবেশ করার কোনো সুযোগ নেই। বাংলাদেশ আজ এক অধিকারহারা জাতিতে পরিণত হয়েছে। সরকার দেশের প্রশাসন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে দলীয়করণ করেছে।

বাংলাদেশে বর্তমানে সংবিধানস্বীকৃত মিছিল-মিটিং, সভা-সমাবেশ করার কোনো পরিবেশ নেই উল্লেখ করে তিনি বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন করতে গেলে পুলিশ বাধা দিচ্ছে। শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ থেকে রাজনৈতিক দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।

জামায়াত ঘোষিত ১০ দফা কর্মসূচির মধ্যে ৪ নম্বরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীসহ সব বিরোধী দলীয় নেতাকর্মী, আলেম-উলামা, মানবাধিকার কর্মী, সাংবাদিকদের সাজা বাতিল, সব মিথ্যা মামলা প্রত্যাহার, সব শ্রেণী-পেশার মানুষের উপর জুলুম-নির্যাতন বন্ধ ও সব রাজনৈতিক কারাবন্দিদের অবিলম্বে মুক্তির দাবি করা হয়।

কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগরী উত্তরের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সেলিম উদ্দিন।

আরও খবর

Sponsered content