প্রতিনিধি ২৭ জুলাই ২০২০ , ৭:২০:০৪ প্রিন্ট সংস্করণ
ফুলতলা (খুলনা) প্রতিনিধি : নগরীর খানজাহান আলী থানাধীন মশিয়ালী গ্রামে ট্রিপল হত্যার মূলঘাতক পালাতক জাকারিয়া, মিল্টনসহ অভিযুক্ত সকল আসামী ও ঘটনার নেপত্থের মদদ দ্বাতাদের গ্রেফতার পূর্বক দৃষ্টন্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারের দাবীতে ইষ্টার্ণগেট এলাকায় করোনাকে উপেক্ষা করে সর্বস্থরের মানুষের উপস্থিতিতে রাজপথ ছিল উত্তাল। সোমবার সকাল ১০টায় বৃহত্তর মশিয়ারী গ্রামবাসীর উদ্যোগে খুলনা যশোর মহাসড়কের ইষ্টার্ণগেটে আয়োজিত মানববন্ধন. বিক্ষোভ মিছিলে মিছিলে আর ¯েøাগানে উত্তাপ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ওয়ার্ডের সাবেক মেম্বর ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ. হামিদ সরদারের সভাপতিত্বে এবং আকুঞ্জি রেজওয়ান রাজার পরিচালনায় মানবন্ধনে বক্তাদের বক্তব্যে উঠে আসে খুলনার প্রশাসনের সর্বোচ্চ কর্তা ব্যক্তিদের ঘোষনার পরও মূল আসামী জাকারিয়া-মিল্টন গ্রেফতার এবং অস্ত্র উদ্ধার না হওয়ার ক্ষোভের কথা।