দেশজুড়ে

বিজয়নগরে অজ্ঞাত যুবতীর হত্যাকারীদের গ্রেফতার

  প্রতিনিধি ২২ মে ২০২৪ , ৭:৩১:৫০ প্রিন্ট সংস্করণ

বিজয়নগরে অজ্ঞাত যুবতীর হত্যাকারীদের গ্রেফতার

১৬ই মে (বৃহস্পতিবার) ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের গ্যারাগাওঁ খুদে হারিয়া বিলে অজ্ঞাত যুবতীর হত্যাকারীদের গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, চম্পকনগর ইউনিয়নের গ্যারাগাওঁ গ্রামের ইধন মিয়ার ছেলে লিটন মিয়া (৩৭) হাবিবুর রহমান এর ছেলে শামীম মিয়া (২২) ও জুলহাস মিয়ার ছেলে রবিন মিয়া (২২)। ১৯শে মে লিটন মিয়াকে ও ২০শে মে অপর দুই আসামিকে চম্পকনগর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আসামিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে বলেন, ১৬ই মে বৃহস্পতিবার আখাউড়া রেলস্টেশন থেকে সম্মতিতে অসৎ উদ্দেশ্যে ভাড়া করে নিয়ে আসেন গ্রেফতারকৃত আসামি রবিন মিয়ার বাড়ির পাশে এক উড়াঘরে।

উক্ত স্থানে পালাক্রমে তাদের উদ্দেশ্য সাধন করলে, মেয়েটি তার চুক্তিকৃত টাকা চাওয়াতে উড়াঘরে থাকা গামছা গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে মেয়েটিকে হত্যা করে ইউনিয়নের পুরান খালের দক্ষিণ পাড়ে ফেলে চলে যান।

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুল ইসলাম বলেন, আমাদের পুলিশ অফিসার গাজী রবিউল ইসলাম অত্যন্ত বিচক্ষণতার সহিত এই অজ্ঞাত যুবতীর হত্যাকারীদের গ্রেফতার করেছে।

আমরা আসামিদের আদালতে সোপর্দ করিয়াছি। অজ্ঞাত যুবতী লাশ ময়না তদন্তের শেষে আঞ্জুমানের মাধ্যমে দাফন করা হয়েছে। আমাদের কাছে কোন অপরাধই পাড় পাবে না।

আরও খবর

Sponsered content