প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৪ , ৭:১৯:৪৫ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে একটি বিশেষ অভিযানে ৫৫ লক্ষ ৪৫ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে, ভারতীয় She-plus ট্যাবলেট, ভারতীয় Uni-Shade ক্রিম, ভারতীয় উন্নতমানের জর্জেট শাড়ী এবং ভারতীয় ORIS সিগারেট জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি।
গত ৩রা অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে এসব জব্দ করা হয়।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে বিজিবি পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ডাক বাংলা নামক এলাকায় একটি বিশেষ অভিযানে সিলেট হতে ঢাকাগামী এসএ পরিবহনের একটি কাভার্ড ভ্যান হতে এসব ভারতীয় মালামাল জব্দ করতে সক্ষম হয়। বর্তমানে জব্দকৃত ভারতীয় চোরাচালানী মালামালসমূহ বিজিবি’র হেফাজতে রয়েছে।