দেশজুড়ে

বিজয়নগরে আইনশৃঙ্খলা কমিটি মিটিং অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৪ , ৭:৩৮:৪৬ প্রিন্ট সংস্করণ

বিজয়নগরে আইনশৃঙ্খলা কমিটি মিটিং অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলে মিটিং অনুষ্ঠিত হয়েছে।

২৮শে নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম আইনজীবী নিহতের ঘটনায় দেশের বর্তমান পরিস্থিতি ও বিভ্রান্তিমূলক বিতর্কিত পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে না করার জন্য আহবান জানান।

এ সময় বিজয়নগর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার ভৌমিক তার বক্তব্যে বলেন, বিজয়নগর উপজেলার হিন্দু মুসলিম সহবস্থানে শান্তিপূর্ণ ভাবে বসবাস করছে। উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা বিজয়নগরে সব সময় নিরাপদে আছেন বলে ব্যক্ত করেন। তিনি আশা করেন, বিজয়নগরে চট্রগ্রামের ইস্যুকে কেন্দ্র করে কিছুই হবে বলে জানান।

আরও বক্তব্য রাখেন, জামায়াত ইসলামের বিজয়নগর উপজেলার আমির আবু সাঈদ সরকার, হেফাজতে ইসলামের সহ-সভাপতি হাফেজ মাওলানা মোবাশার হোসেন, সিংগারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম ভূঁইয়া ও অধ্যক্ষ হাফেজ শফিকুর রহমান সহ প্রমুখ।

এসময় সকল বক্তারা বিজয়নগরে আইন শৃঙ্খলা সুশৃংখল রাখতে ও সনাতন ধর্মালম্বীদের নিরাপদে রাখতে সকলেই পাশে থাকবেন বলে আশ্বাস দেন।

আরও খবর

Sponsered content