দেশজুড়ে

বিজয়নগরে গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে স্মরণ সভা

  প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৪ , ৭:৪৩:১৬ প্রিন্ট সংস্করণ

বিজয়নগরে গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে স্মরণ সভা

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় ২০২৪ইং সালে জুলাই আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅদ্ভুত্থানের শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮শে নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১:৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ সময় ছাত্র আন্দোলনে নিহত সাজিদুর রহমান ওমর এর মা ও বড় ভাই এবং আহত শাহআলম উপস্থিত ছিলেন।

সাজিদুর রহমান ওমর উপজেলার পত্তন ইউনিয়নের শাহজাহান ভুঁইয়ার ছেলে, ৩ই ফেব্রুয়ারি ২০০৩ সালে তার জন্ম। বাংলা পড়াশোনার পরে মাদ্রাসায় হেফজ পড়েছেন। সে কম্পিউটার বিশেষ দক্ষতা অর্জন করে গ্রাফিক্স, ওয়েব ডিজাইন, ওয়েব developing, নেটওয়ার্কিং ও সিকিউরিটি স্কিল অর্জন করে ফ্রিল্যান্সিং এ ছিলেন।

২১শে জুলাই (রবিবার) ১২:৩০ মিনিটে যাত্রাবাড়ি মোড়ে আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন। ২৪শে জুলাই আইসিইউ তে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন।

এ সময় উক্ত আন্দোলনে বাংলাদেশের সকল ছাত্র জনতা নিহত ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। পরবর্তীতে বিজয়নগর উপজেলার নিহত সাজিদুল ইসলাম ওমর এর পরিবারকে ও আহত শাহআলমকে ফুল দিয়ে বরণ করেন। এবং সাজিদুর রহমান ওমর এর পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে দশ হাজার টাকা নগদ সহয়তা প্রদান করা হয়।

এ সময় সাজিদুর রহমান ওমর এর বড় ভাই কান্না জড়িত কন্ঠে আন্দোলনে মৃত্যুর বর্ণনা করেন।

উপস্থিত সকল বক্তারা তার আত্মার মাগফেরাত কামনা ও বিগত সরকারের স্বৈর আচরণের বর্ণনা করেন। সকল শহীদদের আত্মার মাগফেরাতে ও আহতদের স্মরণে দোয়া করা হয়।

আরও খবর

Sponsered content