দেশজুড়ে

বিজয়নগরে দুর্গা উৎসবে মদ্যপানে প্রাণ গেল দুইজনের

  প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৫ , ৩:০৬:০২ প্রিন্ট সংস্করণ

বিজয়নগরে দুর্গা উৎসবে মদ্যপানে প্রাণ গেল দুইজনের

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে অতিরিক্ত মধ্যপানে ২জনের মৃত্যু ও ৩জন আশঙ্কাজনক চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

৪ অক্টোবর (শনিবার) ভোর ৫টায় বিজয়নগর উপজেলার ইচ্ছাপুরা ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতারা হলেন, মির্জাপুর গ্রামের কুকিল মালাকারের ছেলে শ্রীনিবাস মালাকার (৭৫) ও সুধাংশু দাস এর ছেলে সৌরভ দাস (২৩)।

আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে, একই এলাকার সদ্য মদ পানে নিহত শ্রীনিবাসের ছেলে অজিত মালাকার (৩৫), সুভাষ মালাকারের ছেলে সুমন মালাকার (৩০) ও শংকর মালাকারের ছেলে ঝন্টু মালাকার (৪৫)।

সূত্রে জানা যায়, গত ২রা অক্টোবর দুর্গাপূজার উৎসবে দশমী রাত্রে তারা অতিরিক্ত মদ পান করে মাতাল অবস্থা ধারণ করে। দুইদিন অতিবাহিত হওয়ার পর ঘটনার সময় অবস্থা বেগতিক দেখে ব্রাহ্মণবাড়ীয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে লাইভ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন।

উভয় পরিবারের দাবি নেশা গ্রহণ করেনি, স্বাভাবিকভাবে স্টক করে মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, প্রাথমিক ধারণায় অ্যালকোহল পান করেছিল তবে মেডিকেল রিপোর্টের পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরও খবর

Sponsered content