প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৪ , ৭:৫৮:০৬ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নাশকতার মামলায় পত্তন ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমানকে (৬০) আটক করেছে বিজয়নগর থানা পুলিশ।
২৬শে অক্টোবর (শনিবার) দুপুর ১২:৩০ মিনিটে তার নিজ এলাকায় পুলিশি অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
উল্লেখ্য, ২০১৮ সালে কেন্দ্রীয় বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও মারধরের অভিযোগে বিএনপি নেতা এস এম রাষ্টু মিয়া বাদী হয়ে বিজয়নগর থানায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি সহ ১৬৮জনকে আসামী করে ২৭শে আগষ্ট একটি নাশকতার মামলা দায়ের করে। উক্ত মামলায় তদন্ত সাপেক্ষে তাকে গ্রেফতার করা হয়।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।