দেশজুড়ে

বিজয়নগরে নিরীহ পরিবারের মালামাল লুটপাট করেছেন প্রভাবশালী

  প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৫ , ৪:৪৫:৪৮ প্রিন্ট সংস্করণ

বিজয়নগরে নিরীহ পরিবারের মালামাল লুটপাট করেছেন প্রভাবশালী

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে মাদক বহনকে কেন্দ্র করে বাড়িঘর লুটপাট করেছে একই এলাকার মৃত আ: নূর এর ছেলে ইসহাক মিয়া (৪৫)ও ছাদেক মিয়া (৪০) মৃত কুদরত আলীর ছেলে কালু মিয়া (৪৫) ও সোহেল মিয়া (৩২)

৩রা জানুয়ারি (শুক্রবার) বিজয়নগর উপজেলায় সিঙ্গারবিল  ইউনিয়ন কাশিনগরে এ ঘটনা ঘটে।

এ নিয়ে  শাহজাহান মিয়ার ছেলে শুভ মিয়া বাদী হয়ে বিজয়নগর থানায় এক মামলা দায়ের করেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, বিবাদী কালু মিয়া প্রায় দেড় মাস আগে ভুক্তভোগী শুভ মিয়ার মাকে জোরপূর্বক মাদক বহন করতে বাধ্য করেন, মাদক বহন কালে পুলিশের হাতে ধরা পড়ে জেল হাজত খাটেন। উক্ত বিষয়ে শালিশ করতে ভুক্তভোগী বাড়িতে আসলে,  শুভ মিয়া আসামিগণকে, কেন অন্যায় ভাবে জোরপূর্বক তার  মাকে  ফাসিয়েছেন বললে, বিবাদী পক্ষ উত্তপ্ত হয়ে ভুক্তভোগীর মা ও পরিবারের সকলের উপর অতর্কিত হামলা চালায়। হামলার এক পর্যায়ে তাদের বসত ভিটের ঘরের সকল আসবাবপত্র লুটপাট করে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ অনুমান ৮-১০ লক্ষ টাকার ক্ষতি সাধন করে ঘর ভেংগে নিশ্চিহ্ন করে দেয়। এমনকি হত্যা করার হুমকিও প্রদান করেন।

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো: রওশন আলী জানান, ঘটনা সত্য, আমরা মামলা নিয়েছি, গ্রেফতারের প্রক্রিয়া চলমান।

আরও খবর

Sponsered content