প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৪ , ৭:৩৯:৩৯ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি ইউনিয়নের শশই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটি খাতা হাইওয়ে থানার (ভারপ্রাপ্ত) ওসি সারোয়ার হোসেন জানান, রাতে উপজেলার শশই এলাকায় যাত্রীবাহী এনা পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মুরগিবহনকারী পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমরেমুচরে গিয়ে ড্রাইভারসহ তিনজন আহত হয়।
পরে স্থানীয়রা তাৎক্ষনিকভাবে আহতদের উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়। এঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।