প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৫ , ৬:৩০:৩৬ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার কিডনি সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে বিছানায় কাতরাচ্ছে। বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছে উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের মৃত আব্দুল জলিলের মেয়ে শাহানা বেগম।
আব্দুল জলিল ছিলেন একজন পুলিশ সদস্য। বহু বছর আগে তিনি মারা যান। সহায় সম্পত্তি, মান সম্মান পর্যাপ্ত পরিমাণ থাকলেও বাবার মৃত্যুর পর রেখে যাওয়া ছয় কন্যা দুই ছেলে সন্তানের কপালে যেন দুর্গতির অন্ধকার নেমে আসলো। সকল সম্পত্তি বিক্রি করে ছিন্নভিন্ন করে বর্তমানে সর্বহারা। বড় ভাইটি বাবার মৃত্যুর কয়েক বছর পরই নিজে বাঁচতে চলে গেলেন ঢাকায় এবং ছোট ভাইটিও অভাবের তাড়নায় স্ত্রী সন্তান রেখে অকালে মৃত্যুবরণ করেন। দুই বোন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করেন। বোনদের মধ্যে ছোট শাহানা বেগম বর্তমানে চিকিৎসার অভাবে মৃত্যুর প্রহর গুনছে। শাহানার স্বামী আলমগীর গত ১৫ বছর আগে দুর্ঘটনায় ডান হাত ভেঙ্গে যায়। তার হাতে এখন রড লাগানো রয়েছে, পারছে না কোন ভারী কাজ করতে। কোন কোন সময় সিএনজি ভাড়ায় চালিয়ে পুষিয়ে উঠতে না পেরে, নিজেরই আবাসন স্থলে চায়ের দোকান দিয়েছে। দোকান চালাতে হাতে নেই পুঁজি। চায়ের সাথে কিছু খাবারের আইটেম রাখলে হয়তো দোকানটা ভালো চলতো। বিভিন্ন এনজিও থেকে ঋণ উত্তোলন করে স্ত্রী শাহানাকে বাঁচানোর চেষ্টা করেন। এভাবে ঋণের টাকায় কয়দিন চিকিৎসা করা যায়। বর্তমানে শেষ সম্বলটুকু তার নেই। বর্তমানে শাহানার অবস্থা খুবই খারাপ হয়তো চিকিৎসার চালালে ভালো হয়ে উঠতো। তাই সমাজের হৃদয়বান ও সরকারের সহযোগিতা করলে পরিবারটি সুস্থ জীবনে ফিরে আসতে পারে।
শাহানা সহযোগিতা পাওয়ার কণ্ঠে জানায়, আমার এই পৃথিবীতে আর কেউ নেই। আমি বাঁচতে চাই, আপনাদের সহযোগিতায়।

















